Home » কবিতা ও ছড়া » আলিঙ্গন দিবসে

আলিঙ্গন দিবসে

আলিঙ্গন নয় যৌনতার বহিঃপ্রকাশ,
আলিঙ্গন দেয় হৃদয়ের মিলনের উচ্ছ্বাস।
আলিঙ্গন দূর করে অপরিচিতি বোধ,
আলিঙ্গন প্রশমিত করে মানসিক ক্রোধ।

বাবার আলিঙ্গন দেয়,ভয় মুক্তির স্বাদ,
মায়ের আলিঙ্গন আনে অনাবিল আহ্লাদ।
ভাইয়ে ভাইয়ে আলিঙ্গনে দায়িত্ববোধ বাড়ে,
বন্ধু-বন্ধু আলিঙ্গনে দুস্টুমি জাগে হাড়ে হাড়ে।

প্রেমিকার আলিঙ্গনে আনে অপরিসীম সুখ,
লুকিয়ে লুকিয়ে আলিঙ্গনে দূর করে বিরহের দুখ।
স্বামী-স্ত্রীর আলিঙ্গনে ,প্রতিবেশীকে জ্বালানো হয়,
অপরিচিতকে আলিঙ্গনে ,দূর হয় অচেনার ভয়।

আলিঙ্গন করুন জাতি ,ধর্ম নির্বিশেষে,
তৈরি হোক ভাতৃত্ববোধ
এইভাবে ছড়িয়ে পড়ুক শান্তি বিশ্বজুড়ে,
হিংসা, সাম্প্রদায়িকতাকে করি প্রতিরোধ।

বিষ্ণু মন্ডল

Comments