বোলপুর থেকে ২০ কিলোমিটার দূরে বীরভূম জেলার সীমানায় এক প্রত্যন্ত গ্রাম । ইটন্ডা নামটা আসলে ব্রিটিশ ‘EAST INDIA’র অপভ্রংস । দেড়শো দুশো বছর আগে অজয় যখন গ্রামের পাশ দিয়ে বয়ে যেত তখন – নীল চাষের আর ব্যবসার জন্য বিখ্যাত ছিল জায়গাটা । এখন অবশ্য সময়ের সরনি বেয়ে নদী সরে এসেছে আনেকটা , নীল চাষের প্রয়োজনও ফুরিয়েছে । উনবিংশ শতাব্দীর গোড়ায় বিভিন্ন পেশার মোট ১৮ টা পাড়া নিয়ে তৈরি এই বর্ধিষ্ণু গ্রাম – আজ কালের স্রোতে তার জৌলস হারিয়েছে ।
দেড়-দু ঘণ্টা বাদে বাদে বোলপুর থেকে সিঙ্গির বাস ছাড়ে, সেই পথেই পরে গ্রামখানা । অজয়ের ঠিক ওপাশেই আরেকখানা সিঙ্গি আছে । বর্ধমান জেলার বর্ধিষ্ণু গ্রাম । মধ্যযুগীও কবি কাশীরাম দাশের জন্মস্থান।
আরও পড়ুন ‘ইটন্ডার ইতিকথা’।
তথ্যঃ অরুণাভ সান্যাল
ভিডিও সৌতিক চক্রবর্তী ও রাকেশ মেটে
-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]