খুশির ঈদে , মুসলিম ভাইয়েরা পড়বে মসজিদে নামাজ,
বিশ্বশান্তি বজায় রাখুক,আমাদের প্রতিটি কাজ।
ঈদের চাঁদ দেখবে যখন ,আম্মি, আপি ফুফি, খালা,
একমাসের কঠোর উপবাসের রেহমত দেবেন আল্লাহ।
ঈদের দাওয়াতে থাকবে বিরিয়ানি,
সেমাই, আর সুস্বাদু লাচ্ছা
সম্প্রীতির এই উৎসবে ভাতৃত্ববোধ হোক সাচ্চা।
যে যতটা পারে করবে অন্তর থেকে ফিতরা,
হাদীস, কোরান পরে প্রকৃত ইসলাম মানে যারা।
ভাইয়াজন, বন্ধু বলে আমরা করবো একে অপরকে আলিঙ্গন,
হিন্দু মুসলিমে থাকবে না ভেদাভেদ,
বিশ্বাস করে এই মন।
নিজের নিজের ধর্ম থাকুক মন্দির, মসজিদ, গির্জায়
ভালোবাসার মন্ত্রে আমরা দীক্ষিত হয় সবাই।
বিষ্ণু মণ্ডল
[uam_ad id=”3726″]
“ধর্মের সৃষ্টি মানুষের দ্বারা, মানুষ ধর্মের দ্বারা সৃষ্টি নয়।মানবতাই হোক সকলের ধর্ম।”
এই সত্যটি মনে করিয়ে দিয়ে সবাইকেই জানাই “পবিত্র ঈদের”প্রীতি ও শুভেচ্ছা ।