Home » জেলার খবর » আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস

জেলা জুড়ে বীরভূম পুলিশের উদ্যোগে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। বীরভূম পুলিশের তরফ থেকে এই দিবস পালনের উদ্দেশ্যে একটি শোভাযাত্রা বের করা যা জেলার সদর শহর সিউড়ির বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে এবং জনসাধারণের মধ্যে সচেতনমূলক বার্তা পৌঁছাতে সাহায্য করে।
প্রচার করা হয় কিভাবে আপনি এবং আপনার বাড়ির সকলকে কিভাবে মাদকের গ্রাস থেকে দূরে সরিয়ে রাখতে পারেন।
সেক্ষেত্রে বাবা-মায়ের কর্তব্য
১- বাচ্চাদের সঙ্গে বেশি সময় ব্যয় করুন এবং ভাল অভ্যাস রপ্ত করতে সাহায্য করুন।
২- নিজের বাচ্চাদের এবং তাদের বন্ধুদের গতি-বিধির উপর নজর রাখুন।
৩- তাদেরকে আপনাদের উপর বিশ্বাস করতে সেখান এবং তাদেরকে নিজেদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে উৎসাহিত করুন।
৪- যদি দেখেন যে, আপনার ছেলে মেয়েদের মধ্যে ব্যবহারে স্বাস্থ্যে বা ঘুমের অভ্যাসের পরিবর্তন হয়েছে, তাহলে তাকে ডাক্তারের কাছে বা কাউন্সিলারের কাছে নিয়ে যান।
৫- কোনো রকম সন্দেহ হলে আপনি আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে আলোচনা করুন।
৬- নিজে কোনরকম নেশা না করে আপনার ছেলে মেয়ের সামনে দৃষ্টান্ত স্থাপন করুন।
ছাত্র ও যুবাদের করণীয়
১- সঠিক বন্ধু নির্বাচন করুন।
২- মাদক নিয়ে কখনো পরীক্ষা নিরীক্ষা নয়।
৩- মাদক সেবনে না বলুন।
৪- মাদক সেবন বা মাদক চোরা চালান বন্ধ করতে সংশ্লিষ্ট অধিকারিককে বা আপনার শিক্ষক বা অভিভাবককে অবগত করুন।
৫- মেয়েরা যখন কোনো পার্টিতে যাবেন বা যখন কোন অচেনা লোকের সাথে পানীয় নেবেন তখন সাবধানতা অবলম্বন করুন।
৬- সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবনকে সুরক্ষিত করুন এবং নিজেকে ভালোবাসতে শিখুন।
[uam_ad id=”3726″]

Comments