আজ ১৫ই অগাস্ট২০১৮ , ৭২ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বীরভূম লাল মাটির দেশের অফিসে স্বাধীনতা দিবস উদযাপন করা হলো।গর্বের তিরঙ্গা পতাকা উত্তোলিত হলো,সমবেত কণ্ঠে গাওয়া হলো জাতীয় সঙ্গীত।
কিন্তু স্বাধীনতা মানে শুধু পতাকা উত্তোলন বা জাতীয় সঙ্গীত গাওয়া তেই সীমাবদ্ধ না থেকে, আমরা বিশ্বাস করি সমাজের পিছিয়ে পড়া মানুষদের মাথা উঁচু করে, মর্যাদার সাথে বেঁচে থাকার অধীকার কে অগ্রাধিকার দেওয়ার মধ্যেই স্বাধীনতার প্রকৃত উদযাপন।সেই লক্ষেই বেশ কিছু দুঃস্থ শিশুর সাথে একসাথে আমরা আজকের স্বাধীনতা দিবস পালন করলাম।শিশুদের হাতে বীরভূম লাল মাটির দেশের তরফ থেকে উপহার স্বরূপ তুলে দেওয়া হলো Wall of Help কর্মসূচির মাধ্যমে সংগৃহিত খেলনা।প্রভাতী হাওয়ায় মৃদু মন্দ আন্দোলিত জাতীয় পতাকা আর শিশুদের নির্মল হাসি,আজ লাল মাটির দেশের ক্ষুদ্র অফিস টিকে নতুন উদ্ভাসে আলোকিত করলো।