Home » কবিতা ও ছড়া » আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

“আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে” সকল সাক্ষর মানুষের কাছে একটি বিনম্র অনুরোধ,

চলুন আমরা সবাই চারপাশের অন্তত একজন নিরক্ষরকে অক্ষর জ্ঞান দিয়ে সাক্ষর করে তুলব, এই শপথ করি আজ।

নিজস্ব লেখা – কাবু মণ্ডল

***সাক্ষরতার দাবি***

জন্মিলে মরিতে হবে, তা তো সবাই জানি,
অক্ষর জ্ঞান নে রে সবাই, পাবি সুখে থাকার হাতছানি।

জানি আছে মাটি ,বাতাস, আর অফুরন্ত সূর্যের আলো,
সাক্ষরতা আনবে জীবনে নতুন প্রভাত,
ঘুচাবে অজ্ঞতার রেখা কালো।

অ, আ, ক, খ, কিংবা A,B,C,D যা কিছু আছে তা শিখি
মানুষ হয়ে জন্মেছি যখন, এতো সহজে হার মানবো নাকি?

শিক্ষিত সমাজের যা কিছু অহংকার, সবই সাক্ষরতার দান,
নিজেই শিখলে ,হয় কী সব?
কোথায় তোদের প্রতিদান?

পারলে জ্বালাও সাক্ষরতার শিখা, নিরক্ষরদের মাঝে
তারাও বাঁচুক মাথা উঁচু করে, এই শিক্ষিত বিবেকহীন সমাজে।

অনেক অনেক ডিগ্রি যাদের, আছে পান্ডিত্যের বহর,
কোথায় তোর পান্ডিত্য,যদি তোর প্রতিবেশীই হয় নিরক্ষর?

সেইদিন হবে শিক্ষিতের জয় ,যেদিন অক্ষর জ্ঞান পেয়ে ,লিখবে, পড়বে, সবাই,জানাবে মনের কথা,
শিক্ষিত সমাজ আনে উন্নয়ন, মানবতার প্রগতির বার্তা।

Comments