“গ্রীন বীরভূম” কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে আমরা বীরভূম লাল মাটির দেশের পক্ষ থেকে আজ (২৬-০৭-২০১৮) পৌঁছে গেছিলাম ইটাগড়িয়া নিম্নবুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে। ছোট ছোট শিশুদের সাথে নিয়ে রোপণ করলাম চারা গাছ।এই গাছগুলি একদিন মাহীরুহে পরিণত হবে, সাথে সাথেই রোপনকারী শিশুরাও একদিন এই সমাজের বুকে মহীরুহ হয়ে সুশীতল ছায়া দেবে।চারিপাশের বিষবাষ্প শোষণ করে লালন করবে ভবিষ্যৎ সৃজনের সম্ভাবনা, এই আমাদের আশা।