Home » কবিতা ও ছড়া » ***যন্ত্র মানুষের ভিড়ে***

***যন্ত্র মানুষের ভিড়ে***

প্রকৃতির  শ্রেষ্ঠ  সৃষ্টি আমরা মানবকুল,

হয়ে গেছি যেন  কারখানার তৈরী যন্ত্রের পুতুল।

রক্ত মাংসের শরীর নেই আর,

হারাচ্ছি ভালোবাসা, অধিকার।

 

হাঁসি, কান্না যেন অদৃশ্য রিমোটে হচ্ছে নিয়ন্ত্রিত,

লক্ষ্য পূরণের উদ্দেশ্যে   বিশ্বব্যাপী ধাবিত।

 

শেষ কবে আনন্দের কান্না কেঁদেছি,

তা ভুলেছি সবাই,

সারাক্ষণই মেতে আছি চাওয়া ,

পাওয়ার নেশায়।

 

মন যন্ত্র, মস্তিস্ক যন্ত্র, আর যন্ত্র সম্পর্কের বাঁধন,

লাভ ,ক্ষতির হিসাব মেলায় প্রতিক্ষন।

 

এসেছে সময় ,মরচে পালিশ করার,

হৃদয়ে রক্তের আবেগ  ভরার,

আছে কী লাভ যন্ত্র হয়ে বাঁচার?

দরকার নেই এই আধুনিক সভ্যতার খাঁচার।

 

কাবু মণ্ডল

16/06/2016

Comments