Home » জেলার খবর » শুরু কেঁদুলী জয়দেবের মেলা, চলবে চারদিন

শুরু কেঁদুলী জয়দেবের মেলা, চলবে চারদিন

নির্মল জেলা হবার পথে বীরভূম। তাই এবার শতাব্দী প্রাচীন জয়দেব মেলার থিম নির্মল জয়দেব মেলা। তবে থিম করেই শেষ নয়, গত একবছর ধরে প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েত কোমর বেঁধে মাঠে থেকেছেন জয়দেব মেলাকে যেন দূষণ মুক্ত ও নির্মল করে গড়ে তোলা যায়। আগামীকাল ভোরবেলা লক্ষাধিক ভক্ত অজয় নদে মকর সংক্রান্তির পুন্য স্নান করবেন। পুজো দেবেন রাধাগোবিন্দের মন্দিরে। লক্ষাধিক ভক্তের ভিড়ের দিকে তাকিয়ে কড়া নজর রেখেছেন পুলিশ প্রশাসন। প্রায় পাঁচ হাজার পুলিশ কর্মী অজয় নদের দুই তীরে মোতায়েন করা হয়েছে। লাগানো হয়েছে ৫৫টি সিসিটিভি ক্যামেরা, শনিবার দুপুর থেকেই আকাশে উড়েতে দেখা গেছে নজরদারি দ্রোণকে। গতবারের মত এবারো মেলাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে অজয় নদের চড়ে। এর ফলে পুন্যারথীদের যেমন সুবিধা হবে সেই সঙ্গে মেলা চত্বরে ভিড় কমানো যাবে। নিরাপত্তা এবার বাউল ও কীর্তনের প্রায় ৪৫০ আখড়া থাকছে জয়দেবের মেলাতে। সেইসঙ্গে থাকছে লিটিল ম্যাগাজিন থেকে ক্রেতা সুরক্ষা সহ বিভিন্ন স্টল। রবিবার দুপুর ২টোয় জয়দেবের মঞ্চে উৎসবের সুচনা করবেন রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। হাজারের ও বেশি পুলিশ মোজুত থাকবে মেলায়।।
জয়দেব থেকে প্রসেনজিৎ মালাকার

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments