গত মাসে জিওর ১৫০০ টাকার ফোনে ফেসবুক অ্যাপ চলে এসেছে। এবার এই ফোনের গ্রাহকদের জন্য আরও সুখবর। এ বার জিও ফোনেও হোয়াটস অ্যাপ ব্যবহার করার ব্যবস্থা করতে চলেছে সংস্থা।
এত দিন কাইওস ভার্সানে চলত না হোয়াটস অ্যাপ। কিন্তু জিও ফোন চলে কাইওস-এ। তাই জিও ফোনে করা যেত না হোয়াটস অ্যাপ। এ বার কাইওস-এ যাতে হোয়াটস অ্যাপ কাজ করে সেই প্রযুক্তি তৈরি করছে হোয়াটস অ্যাপ সংস্থা।
দেশের মধ্যে সব থেকে বড়ো ম্যাসেজিং অ্যাপ আপাতত হোয়াটস অ্যাপ, দাবি সংস্থার। সেখানে টেলিকম সংস্থার মধ্যে সব থেকে জনপ্রিয় রিলায়েন্স জিও। সেই জিও-র ফোনে হোয়াটস অ্যাপ যাতে করা যায় সেই ভাবনা থেকেই অর্থাৎ দু’ সংস্থার জনপ্রিয়তাকে মিলিয়ে দিতেই এই সিদ্ধান্ত।
উইন্ডো আইফোন ২.১৮.৩৮-এর জন্য প্রস্তুত হোয়াটস অ্যাপের বিটা ভার্সানের সার্ভারের সঙ্গে কাইওস কে যুক্ত করা যায়। এর থেকেই সংস্থা প্রযুক্তির উন্নতি করে বেসিক বা ফিচার ফোনেও যাতে এই অ্যাপ ব্যবহার করা যায় সেই পথই বের করেছে।
প্রসঙ্গত বেশ কয়েক বছর আগেই কাইওস বাজারে এসেছিল। কিন্তু ততটাও পরিচিত ছিল না। জিও ফোন তাদের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর থেকে লোক মুখে কাইওসের নাম ফিরছে। এর পর নোকিয়া, অ্যালকাটেলও কাইওসের সঙ্গে হাত মিলিয়েছে।
তা হলে আর অল্প দিনের অপেক্ষা। এ বার জিও ফোন ব্যবহারকারীর হাতেও আসতে চলেছে হোয়াটস অ্যাপ। আগামী এপ্রিল মাসের মধ্যেই জিওর ১৫০০ টাকার ফোনে এই সুবিধা আসবে বলে মনে করা হচ্ছে।