আজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, সিউড়ি বিজ্ঞান কেন্দ্র ও B.I.E.T কলেজের “SPARSH”এর সাথে যুগ্ম ভাবে জোঁকা প্রা: বিদ্যালয়ে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় ।প্রায় শতাধিক মত এই শিবিরের অংশ নেয় .যার মধ্যে বেশির ভাগ ছিল শিশু ।উপস্থিত ছিলেন ডা: স্বপন মণ্ডল ও ডা : কাজল চ্যাটার্জী মহাশয়। এখানে উল্লেখ্য এই এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এই সব স্থানে ব্যাপক প্রচার অভিযান চালনা করা হয় ও সেই সময় থেকে এই এলাকায় লাগাতার স্বাস্থ্য বিষয়ক নানা কর্মসূচি নেওয়া হচ্ছে ।আগামী দিনে আরও নেওয়া হবে ।এই কর্মসূচিগুলি সাফল্যমণ্ডিত করতে “Sparsh ” ভূমিকা অগ্রণী ।
ছবি ও তথ্যঃ ক্রান্তিকারী শুভাশিস।।