দুবরাজপুর ব্লকের যশপুর অঞ্চলের ৩ টি গ্রামের রথযাত্রা বের হয়। যশপুর, পছিয়ারা ও কৃষ্ণনগর গ্রামের রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে কৃষ্ণনগর গ্রামে ছোট্ট মেলার আয়োজন হয়। এই মেলাকে ঘিরে গ্রামের কচিকাচা থেকে শুরু করে যুবক যুবতী তাছাড়া ৩ টি গ্রামের প্রচুর মানুষের সমাবেশ ঘটে মেলা প্রাঙ্গনে। প্রচলিত প্রথানুযায়ী প্রতিটি গ্রাম থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবকে সুসজ্জিত রথে বসিয়ে গ্রাম প্রদক্ষিণ করানো হয়। তারপর সব রথগুলিকে মেলা প্রাঙ্গনে নিয়ে আসা হয়। তারপর বেশ কিছুক্ষণ রথ থাকার সময় মেলা প্রাঙ্গন ভিড়ে উপচে পড়ে। তেলেভাজার দোকান, খেলনার দোকান সহ নানারকম দোকান এই মেলাকে আকৃষ্ট করে। অগণিত ভক্ত রথের দড়িতে টান দিয়ে নিজ নিজ গ্রামে ফিরিয়ে নিয়ে গিয়ে মন্দির প্রাঙ্গনে জগন্নাথদেবকে স্থাপিত করে রথযাত্রার পরিসমাপ্তি ঘটে বলে গ্রামসূত্রে জানা যায়।
ভিডিও ও তথ্যঃ নয়ন দাঁ
[uam_ad id=”3726″]