Home » জেলার খবর » জয়দেব মন্দির বাঁচাতে বাইপাস রাস্তা ও স্থায়ী ব্রিজ প্রয়োজন

জয়দেব মন্দির বাঁচাতে বাইপাস রাস্তা ও স্থায়ী ব্রিজ প্রয়োজন

জয়দেব : সংস্কৃত সাহিত্যের শ্রী শ্রী গীতগোবিন্দর রচয়িতা কবি জয়দেবের স্মৃতি বিজড়িত জন্মভূমি বীরভূমের জয়দেব কেন্দুলি গ্রামের প্রাণকেন্দ্র শ্রী শ্রী রাধাবিনোদ মন্দির। ভারত সরকারের পুরাতত্ত্ব বিভাগ এই মন্দিরটির দায়িত্ব এ আছে।মন্দিরটির পাশে পূর্ত দফতরের রাস্তা। এই রাস্তা দিয়ে জয়দেব কেন্দুলির অজয় নদে অস্থায়ী ব্রিজের উপর সবসময় ভারী যানবাহন চলাচল করায় মন্দিরের ভীষণ ক্ষতি হচ্ছে। মন্দিরের পরিবেশ এতে খারাপ হচ্ছে।গ্রামবাসী,পযটকরা সমস্যার সম্মুখীন। এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে সরেজমিন তদন্ত করে গ্রামের বাইরে বিকল্প বাইপাস রাস্তা করে অজয় নদের উপর একটা স্থায়ী ব্রিজ করার আবেদন জানাচ্ছি।
যাদব অধিকারী,সম্পাদক,জয়দেব রাধাবিনোদ মন্দির সেবাইত সমিতি,জয়দেব,বীরভূম।
বিধান রায়,জয়দেব মন্দিরের সেবাইত।

Comments