কী ভাবে কাজ করবে কম্প্যাক্টরটি?
এই যন্ত্রটির ওজন ১২ টন। গাড়িতে যন্ত্রটি বসানো রয়েছে। একসাথে ৮ টন পর্যন্ত আবর্জনা এই যন্ত্র ধারন করতে পারে। প্রাথমিক ভাবে এই যন্ত্র প্রবল চাপ তৈরি করে আবর্জনার জলীয় অংশ শুষে নেবে। ফলে আবর্জনার ওজনও কমবে। তারপর গাড়িতে করে আবর্জনা নিয়ে ফেলে আসা হবে।
বোলপুর পৌরসভা, মিশন নির্মল বাংলা।
Image :- Debraj Saha