Home » জেলার খবর » খয়রাশোল কলেজে ডেপুটেশন

খয়রাশোল কলেজে ডেপুটেশন

ছাত্র-সংসদ ও ছাত্রছাত্রীদের যৌথ উদ্যোগে খয়রাশোল কলেজে টি.আই.সি নিকট নিম্নলিখিত দাবি গুলি নিয়ে ডেপুটেশন
১)মেয়েদের সুবিধার্থে লেডি অ্যাটেনডেনট কে কমন রুমে থাকতে হবে।অফিসে নন টিচিং দের সাথে আডডা মারা যাবে না।
২)কলেজে কোন কাজ পেন্ডিং রাখা য়াবে না।
৩) যে কোন স্টাফ এর আবেদন ফেলে রাখা যাবে না।
৪)কলেজে অবিলম্বে সিসিটিভি লাগাতে হবে।
৫)বহিরাগত দাপাদাপি রুখতে কলেজ গেটে আইডি কার্ড চেক করতে হবে।
এরই সাথে সাথে কলেজের মধ্যে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হওয়া হাইমাস লাইট, যা বিগত তিনমাস ধরে খারাপ হয়ে পড়ে আছে সেটিও দ্রুত ঠিক করার দাবি তোলা হয় ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। তাদের পক্ষ থেকে এও জানানো হয় যে লাইট না থাকায় সন্ধ্যার পর থেকেই কলেজ চত্ত্বর অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে, এই অন্ধকারের সুযোগে কলেজ চত্ত্বরে বেড়ে চলেছে অসামাজিক কার্যকলাপ।
ছবি ও তথ্যঃ বাপ্পাদিত্য পাল
[uam_ad id=”3726″]

Comments