Home » কবিতা ও ছড়া » কাছে দূরে

কাছে দূরে

মানস মুখোপাধ্যায়

কারা কাছে আছে
কারা দূর
কেন তারা আসে না
কাছে
সরে যায় দূরে
কাছে আছে আজ যে
দূরে যাবে সরে
এটাই নিয়ম
সব কিছু আপেক্ষিক
নিজের অবস্থান?
কাছে থেকে ধীরে ধীরে
যাবে সরে
যাবে চলে
আরও দূরে
ঘুরতে ঘুরতে
একপ্রান্ত থেকে অপর প্রান্ত….
[uam_ad id=”3726″]

Comments