বীরভূম ৯ জুলাইঃ- আগেই নির্মল গ্রাম হয়েছিল। এর সঙ্গে গ্রামে প্লাস্টিক ব্যবহার একেবারেই বন্ধ করে দিয়ে প্লাস্টিক মুক্ত গ্রামের তকমা পেয়েছিল বিগত বছরে। তার এক বছর পুর্তিতে পুরস্কার হিসাবে মিলল হাই মাস্ক লাইট ও সবুজায়নের ব্যবস্থা। আবার রাস্তা, পানীয় জলের ব্যবস্থা সহ পরিকাঠামো উন্নয়নের বিভিন্ন প্রকল্পের শীলান্যাস হয়ে গেলো রবিবার। বীরভুমের খয়রাসোল ব্লকের বাবুইজোড় গ্রাম পঞ্চায়েতের কদমডাঙ্গা গ্রাম। প্রায় হাজার চারেক বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস। মিশন নির্মল বাংলা কর্মসুচীতে ওই গ্রামের প্রতিটি বাড়ি শৌচালয় নির্মাণ করে মুক্ত শৌচহীন গ্রামের তকমা পেয়েছিল। এর পর গ্রামবাসী ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ( কদমডাঙ্গা আস্থা ওয়েল ফেয়ার সোসাইটি)উদ্যোগে গ্রামে প্লাস্টিক ব্যাগ, থার্মোকল এর সামগ্রী ব্যবহার করা বন্ধ করে দিয়েছিল। ২০১৬ সালের ৯ জুলাই জেলা প্রশাসনের পক্ষ থেকে প্লাস্টিক মুক্ত গ্রাম ঘোষণা করা হয়। সেই সময় জেলা প্রশাসন ঘোষণা করেছিল গ্রামে একটি হাইমাস্ক লাইট লাগিয়ে দেওয়া হবে। সেই মতো প্রায় ৫ লক্ষ টাকা ব্যায়ে নির্মাণ করা হয়েছে হাইমাস্ক লাইট। তার রবিবার উদ্ভোধন করা হল। পাশাপাশি গ্রামে সবুজায়নের লক্ষে ৩৫০ জন স্বনির্ভর দলের মহিলার হাতে একটি করে আমলকী ও সুপারীর চারা গাছ দেওয়া হয় বাড়িতে লাগানোর জন্য। কদম ডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে মালঞ্চ থান পর্যন্ত ১৮ লক্ষ টাকা ও মসজিদ পর্যন্ত ৫ লক্ষ টাকা ব্যায়ে দুটি রাস্তা, পানীয় জল সরবরাহের জন্য ওভারহেড রিজার্ভার ১৩ লক্ষ টাকা এবং স্থানীয় উপ স্বাস্থ্য কেন্দ্রের প্রাচীর নির্মাণ প্রকল্পের শিলান্যাস এদিন হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক কৌশিক সিংহ, দুবরাজপুর বিধায়ক নরেশ চন্দ্র বাউরী সহ বিশিষ্ট জনেরা। স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, শুধু মাত্র প্রশাসনিক সহায়তা নয় গ্রাম বাসীরা নিজেরা সচেষ্ট হয়ে গ্রামকে নির্মল ও প্লাস্টিক মুক্ত বজায় রেখেছে। গ্রাম বাসীরা নিজেরাই চাইছে তাঁদের আর্থ সামাজিক অবস্থার বদল হোক। সেখানে প্রশাসন সকলের পাশে আছে। তার পুরস্কার মিলেছে গ্রাম বাসীদের। সদর মহকুমা শাসক বলেন, যে ভাবে গ্রাম বাসীরা এগিয়ে চলেছে তাঁদের নিজেদের উন্নয়নের জন্য যথেষ্ট প্রশংসার যোগ্য। প্রশাসন তাঁদের পাশে থাকবে সবসময়।
ছবি ও ভিডিও : সুদীপ্ত গড়াই
তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]