প্রতীকি ছবি
সিউড়ি : গত মঙ্গলবারের ঘটনা, সিউড়ির বিবেকানন্দপল্লীতে কুয়ো পরিষ্কার করতে নেমে মারা গেলেন ধনঞ্জয় মাল নামে নগরী গ্রামের বছর ৩৮ এর এক যুবক। বিবেকানন্দপল্লীর বাসিন্দা সুব্রত রায়ের বাড়ির কুয়ো পরিষ্কার করতে আসেন নগরী গ্রামের ৩ জন। কাজ শুরুর ৩ ঘন্টা পরে নিচে নেমে কাজ করতে থাকা বছর কুড়ির সুব্রত মাল নামে এক যুবক প্রথমে নিচেই অসুস্থ ও জ্ঞান হারিয়ে যান, তা দেখে তড়িঘড়ি তাকে তুলতে চেষ্টায় নিচে নামেন ধনঞ্জয় মাল, পাড়ার লোকের সহায়তায় সুব্রতকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই সময়ই সকলে সুব্রতকে ব্যস্ত হয়ে পড়ায় ধনঞ্জয়ের কথা কেউ খেয়ালই করেননি। পরে পুলিশ ও দমকল বাহিনী এসে ধনঞ্জয়কে উদ্ধার করলেও হাসপাতাল নিয়ে যাওয়ার আগেও মৃত্যু হয়।
কুয়োর জল কমাতে ব্যবহার করা হয়েছিল কেরোসিন পাম্প, তাতেও অক্সিজেনের ঘাটতি হতে পারে অথবা পুরাতন কুয়োর মিথেন জাতীয় গ্যাসের জমা হওয়ার ফলেও এমন দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।
মৃত ধনঞ্জয়ের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া, পরিবারে এখন ছোট্ট দুই শিশু ও স্ত্রী।।