লালপাহাড়ির দেশে যা,, রাঙামাটির দেশে যা…. গানটির লেখক বিখ্যাত কবি শ্রী অরুণ কুমার চক্রবর্তী মহাশয় কে সম্বর্ধনা জানানোর দিন লিখেছিলাম ছড়া টা,,, অনেক দিন হোলো। ভেবে ছিলাম রাঙামাটির দেশ বলতে আমার জন্মস্থান বীরভূমের কথা বলা হয়েছে,, যদিও অরুণ দার মুখে জেনেছি,, বাঁকুড়া । বীরভূমের গ্রামের ভাষা ব্যবহার করেছি ছড়াটাতে….
কবি অরুণ চক্রবর্তী কে…
নীতা রায়
তু মরদ বটিস গাঙের ধারের
পোদ্দ লিখিস আমার গাঁয়ের
কবি, চ তু আমার ঠেঁয়ে চল।
মৈরাক্ষীর কেনাল ধারে
কেঁদ ফলের বাসের ভারে
রাঙ্গাফুলে ভরেছে জাঙ্গল,
তুঅর লিগে সিজেছে জাঙ্গল।
শিবদুগ্গার থানে থানে
একতারায বাউল গানে
রাঙ্গামাটি ভরেছে কোঁচল।
কবি, চ তু আমার ঠেঁয়ে চল।
ছাঁচি পিঁয়াজ পান্তাভাতে
পুস্তবড়া ডালের সাথে,
জামবাটিভরি দিব তুকে খেতে।
চুনোমাছের টকও দিব তাতে।
ঢুকুস ঢুকুস তাড়ি খাবি
মৌলো খেঁয়ে নাচ দিখাবি
আঁজলা ভরে খাবি দিঘির জল।
কবি, চ তু আমার ঠেঁয়ে চল।
গাছের তলায় তালাই পেতে
আকাশ ভরা তারার রেতে
ধিনাক ধিতান বাজাবি মাদল।
মনের সাধে বাজাবি মাদল।
গাঙের দেশে জাঙ্গল কুথা
কুঠাবাড়ী হেথা হোথা,
মেকি রঙ্গে আসল ঢাকার ছল।
এখানে তুকে মানাবে কেনে বল!
কবি, চ তু আমার ঠেঁয়ে চল।।