Home » Wall of Help » নগর থেকে নগরীতে, মানুষের পাশে,মানুষের সাথে – বীরভূম লাল মাটির দেশ

নগর থেকে নগরীতে, মানুষের পাশে,মানুষের সাথে – বীরভূম লাল মাটির দেশ

আজ আমরা পৌঁছে গেছিলাম বীরভূমের নগরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোড়া পাড়ায়। কোড়া পাড়া সম্পূর্ণত কোড়া উপজাতি অধ্যুষিত একটি গ্রাম। আর পাঁচটা আদিবাসী গ্রামের মতোই হাজারো অভাব অভিযোগের সাথে হাসি মুখে লড়াই করে টিকে আছে।আজকের দিনটা আমরা কাটালাম এই মানুষ গুলোর সাথেই।
বিগত ৭ ই মার্চ “Wall of Help ” কর্মসূচিতে সংগৃহিত জিনিসপত্র তুলে দেওয়া হলো তাঁদের হাতে। আয়োজন করা হয়েছিলো একটি চিকিৎসা শিবিরেরও। সব শেষে সবাই মিলে পাত পেড়ে হৈ হৈ করে খাওয়া দাওয়া।কিন্তু এটা কোনো ত্রাণ বা সাহায্য নয়। বরং মানুষ হিসেবে মানুষের পাশে থাকার দায়বদ্ধতার তাড়নায় ” বীরভূম লাল মাটির দেশ” এর একটি পদক্ষেপ।
কিন্তু আজকের এই কর্মসূচির রূপায়ণে সর্ব প্রথম ধন্যবাদ  জানাই বীরভূমের জেলাশাসক শ্রী পি, মোহন গান্ধী মহাশয় কে, কারণ তাঁর ও বীরভূম জেলা প্রশাসনের পৌরোহিত্যে Wall of Help কর্মসূচি রূপায়িত না হলে আজকের কর্মসূচিও প্রশ্ন চিহ্নের সম্মুখিন হতো।

আরো ধন্যবাদ জানাই ডা: মৃনাল সাহা,ডা:শান্তনু দত্ত, ডা: সব্যসাচী ভৌমিক,ডা: গোপেশ দত্ত, শ্রী জামির হোসেন, শ্রী বাবলু দাস,শ্রী দেবরাজ রায় ও শ্রীমতী মিতা সরকার কে যাঁদের নিঃস্বার্থ পরিশ্রম ও ঐকান্তিক চেষ্টা ছাড়া আজকের অনুষ্ঠান সফল হতো না। সব শেষে কুর্নিশ জানাই সেই সব অগণিত শুভাকাঙ্খী মানুষদের যাঁরা আমাদের এগিয়ে চলার পথে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, নতুন স্বপ্ন দেখিয়েছেন, নতুন কিছু করতে অনুপ্রাণিত করেছেন।

click here to give us your feedback

আজকের কর্মসূচির কিছু ছবি –


click here to give us your feedback

‘wall of help’ এর  খবর 

Comments