চাষীদের কী যোগ্য সম্মান পাওয়ার আধিকার নেই?
চাষীরা কী চিরকালই অবহেলার পাত্র হয়ে থেকে যাবে?
——কাবু মন্ডল
বনানী ঘেরা গ্রাম,
আর সবুজে ভরা ধরণী,
তারই মাঝে বাস করে,
কৃষক ও তার ঘরণী।
এসেছে বর্ষা, মন যে ফর্সা,
কাজের নেই শেষ,
অভিযোগ নেই ,আছে হতাশা,
তবুও আমরা আছি বেশ।
ঊষার কিরণ জাগিয়ে বলে,
চলো রে সাধের কর্মভূমি,
সোনার ফসল ফলাতে গেলে,
লাঙ্গল ধরো তুমি।
সারা শরীর জল হয়ে যায়,
দিনের কাজের শেষে,
বাপ, কাকারা জমি রেখেছিল,
কাজ করে ভালোবেসে।
বীজ ছড়ানো, আগাছা মাড়ানো,
আরও একশ কাজ,
চাষার কাজের নেই সম্মান,
অবহেলা করে সারা সমাজ।
ফলানো ফসলের দাম পাই না,
হাড়ভাঙা খাটুনির পর,
মাটির ঘরে দিন কেটে যায়,
ফড়েরা করে দালান ঘর।
আইপিএল, আই এস এল
কিংবা ডেভিস কাপ
উচ্চ ও মধ্যবিত্তের মনোরঞ্জনের,
নানা অভিশাপ।
চাষা শুধু শান্তি পাই,
কীটনাশকের স্বাদে,
কৃষকের আত্মহত্যায়,
কয় জন কাঁদে?