অবাক লাগলেও এটাই সত্য ।ডিজিট্যাল মাইক্রোস্কোপের মডেল বানিয়ে বিজ্ঞান মেলায় দ্বিতীয় স্থান অধিকার করে নিলেন বীরভূমের মহম্মদবাজার মালাডাং শেওড়াকুড়ি বংশীধর উচ্চবিদ্যালয়ের ছাত্র কুশল মন্ডল।
হাতের নাগালে থাকা জিনিসপত্র , মোবাইলের ক্যামেরা ইত্যাদির মাধ্যমের বানিয়ে ফেলেছেন এই মডেল। গত ১৫-১৭ ই ফেব্রুয়ারির কলকাতায় অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় কুশল দ্বিতীয় স্থানাধিকারী হিসেবে স্বীকৃতি অর্জন করেন, পান পুরস্কারও সাথে সাথে পুরস্কৃত হয় তার স্কুলও। কুশলের সফলতা আজ আমাদের বীরভুমবাসীদের কাছে খুবই গর্বের বিষয় । আগামী দিনগুলিতে তার কাজ কর্মে আসুক আরও অনেক অনেক সফলতা , বীরভূম – লাল মাটির দেশের তরফ থেকে কুশলকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ।