সকলকেই জানাই “কোজাগরী মা লক্ষী” পূজার শুভেচ্ছা ও অভিনন্দন।
“জয় মা লক্ষী”
মা, আমার অনেক টাকার দরকার,
উপার্জনের তা যে পথ হোক আবার
সুখী হয়ে বাঁচতে চাই এই পৃথিবীতে,
গাড়ি, বাড়ি, ধনসম্পদ চাই পেতে।
টাকা বাড়ানো হয়েছে সবার প্রিয় নেশা,
হারিয়েছে মূল্যবোধ ,সম্মান, গুরুত্ব
আজ প্রত্যেকটি পেশা।
তুমি মা, থেকো আমার ঘর আলো করে,
দুয়ারে মঙ্গল ঘট সাজিয়েছি ,তোমার তরে।
খাওয়াই না অভুক্তকে কোনোদিনও খাবার,
ভিক্ষুককে ভিক্ষা দিতে ,ইচ্ছা হয় না আবার,
বিপদে দিতে চাই না সাহায্যপ্রার্থীকে ঋণ,
তুমি মা শুধু আমার কাছে থেকো চিরদিন।
এতো আমার টাকা ,
তবুও বাপ মা পায় না জামা, শাড়ি,
তোমাকে রাখার জন্য সব করতে পারি।
টাকাই টাকা টানে, এই তো দেখতে পায়,
তোমার দৌলতে ভালোমন্দ দুবেলা খায়।
জানি না মা, আসো তুমি কীভাবে?
খোঁজ কী কালো টাকার ঘর?
তেলা মাথায় তেল দেওয়া কী তোমার লাগে ভালো,?
যারা নিঃস্ব তারা নয় তোমার সন্তান?
তারা কী পর?
চারিদিকে দেখি ধনের বন্টনের অসাম্য,
তোমার কৃপাদৃষ্টিতে তা কী মা, কাম্য?
তুমি মা হয়েছ বড়োই অহংকারী,
তোমার অর্ধেক সন্তান আজও যে অনাহারী।
পূজার দিনে শুনতে হবে ,সবার কথা দিয়ে মনোযোগ,
রাগ করো না মা শুনে ,সন্তানের এই অভিযোগ।
নিজস্ব লেখা – কাবু মণ্ডল