Home » জেলার খবর » রাজস্থানের ঘটনার প্রতিবাদ সিউড়িতে

রাজস্থানের ঘটনার প্রতিবাদ সিউড়িতে

রাজস্থানে লাভ জেহাদের নামে মালদার এক ব্যাক্তির নৃশংস খুনের প্রতিবাদে পথে নামলেন বীরভূমের সিউড়ির বিদ্বজনেরা। শুক্রবার শহরে ওই হত্যাকান্ডের প্রতিবাদে পথে নামেন হাজার হাজার মানুষ। মিছিলের নেতৃত্ব দেন সিউড়ি পুরসভার কাউন্সিলার কাজী ফরজুদ্দিন ও তপন সুকুল, বিশিষ্ট সংগীত শিল্পী মানস চক্রবর্তী, কংগ্রেস নেতা অসিম মুখার্জী, বিদ্যাসাগর কলেজের সাধারন সম্পসাদক আলাউদ্দীন হোসেন, ছাত্রনেতা আরিয়ান সুলতান সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।সিউড়ি শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিল শুরু হয়ে মসজিদ মোড় হয়ে শহর পরিক্রমা করে। প্রসঙ্গত গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে রাজস্থানের রাজ নগরে এক ব্যাক্তিতে কুপিয়ে আধমরা করে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারা হচ্ছে। যেখানে ঘাতক গোটা ঘটনার ক্যামেরা বন্দি করায় অন্য একজনকে দিয়ে। ভিডিওতে আফরাজুল প্রানভিক্ষা করে বাঁচার জন্য করুন আবেদন করছে। তবুও ঘাতক শম্ভুলাল রেগার তাঁর উপর আঘাত করেই চলেছে। ঘটনার প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে।
তথ্যঃ কৌশিক সালুই

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments