ছোটো থেকেই ম্যাজিকের প্রতি আকর্ষণ। বাড়িতে এই নিয়ে হাজার বকা শুনতে হত তাকে। স্কুল, কলেজ বন্ধু মহলে সব জায়গায় চলত ম্যাজিকের আসর।
বর্তমানে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কর্মরত হলেও , ম্যাজিকের মায়াজাল থেকে বেড়াতে পারেনি। যার নাম এম এস কামাল রয়েল। বাড়ি বীরভূমের সিউড়িতে। এখনো চলছে সেই ম্যাজিক। আর তার দুচারটি ম্যাজিক আপনাদের জন্য।