অমানবিক মা। মাত্র মাস খানেকের শিশু কন্যাকে এক কিশোরীকে ধরতে দিয়ে পালিয়ে গেলো সে। পুলিশের সাহায্যে চাইল্ড লাইন শিশু কন্যাটিকে উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের সাইথিয়া স্টেট জেনারেল হাঁসপাতালে। শিশু কন্যাটির শারীরিক ভাবে বর্তমানে সুস্থ। অনুমান পর পর দুটি কন্যা সন্তান হওয়াই ছোটো টিকে ফেলে পালিয়েছে সেই মা।
পুলিশ ও চাইল্ড লাইন সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সাঁইথিয়া স্টেট জেলারেল হাসপাতালে লহাটের কিশোরী পিঙ্কি খাতুন চিকিৎসার জন্য আসেন। সেখানে ওই শিশু কন্যাটির মা তার সঙ্গে আলাপ জমায়। ওই মায়ের সঙ্গে বছর আটেকের আরো একটি কন্যা ছিল। খাবার আনতে যাবো বলে মাস খানেকের শিশু কন্যাকে পিঙ্কিকে ধরতে দেয়। মা তার বড় মেয়েকে নিয়ে গা ঢাকা দেয়। ঘণ্টা দুয়েক পেরিয়ে গেলেও পাত্তা নেই সে মা ও তার বড় মেয়ের। মহা ফাপরে পরে যায় পিঙ্কি। কি করবে ভেবে পাচ্ছিলো না সে। একাই এসেছিল হাসপাতালে সে। পরে বাধ্য হয়ে তার পরিবারকে ঘটনার কথা জানায়। ইতিমধ্যেই ঘটনার কথা জানতে পেরে সাঁইথিয়া থানার পুলিশ আসে। চারিদিক খোঁজাখুঁজি করেও আর খোঁজ মেলেনি সেই মায়ের। অগত্যা পুলিশ সিউড়ির চাইল্ড লাইনে বিষয়টি জানালে। তারা গিয়ে শিশু কন্যাটিকে উদ্ধার করে নিয়ে আসে। পিঙ্কি খাতুন জানান, আমি চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলাম। ওই মহিলা দুই মেয়েকে নিয়ে আমার সঙ্গে আলাপ করলো। ছোটো মেয়েকে আমার কোলে দিয়ে বললো বড় মেয়ের জন্য কিছু খাবার নয়ে আসি। তার পর সে আর ফেরেনি। চাইল্ড লাইনের পক্ষ থেকে সুচিস্মিতা চক্রবর্তী বলেন, পুলিশের কাছ থেকে খবর পেয়ে শিশু কন্যাটিকে উদ্ধার করে নিয়ে আসি। সে শারীরিক ভাবে বর্তমানে সুস্থ আছে।
কৌশিক সালুই