Home » কবিতা ও ছড়া » মায়ের দুধ

মায়ের দুধ

“আন্তর্জাতিক মাতৃ দুগ্ধপান”সপ্তাহে সকলের কাছে অনুরোধ করি ,
মায়ের দুধের উপকারিতা সম্পর্কে সকলকেই বিশেষ করে “সদ্য মায়েদের” সচেতন করুন।

——কাবু মণ্ডল

বাঁচতে গেলে অবশ্যই দরকার, নিরাকার ,নির্মল প্রাণবায়ু,
“মায়ের দুধ” হল সেই সঞ্জীবনী,যা বাড়ায় সন্তানের আয়ু।
জন্মের পর “মায়ের দুধ” ,শিশুর সুষম আহার,
মায়ের দুধের অশেষ গূণ, নেই তুলনা তাহার।

অনেকেই এখন “আধুনিক মা”, বেবিফুড খাওয়ান কোলের শিশুকে,
“বুকের দুধ” না দিয়ে তারা, স্তনের আকারের চিন্তায় থাকে।

শিশু খাবে” মায়ের দুধ” ,ইচ্ছে মতো বারবার,
শিশুর দৈহিক ও মানসিক বিকাশে,
মায়ের দুধের ভূমিকা অপার।

“স্তন” নয় শুধু সৌন্দর্য্য বা আকর্ষণের বিষয়,
“বুকের দুধ” শিশুকে দিলে, স্তনের প্রকৃত কাজ সফল হয়।

“বুকের দুধ” দিয়ে রাখুন, আপনার সন্তানকে রোগমুক্ত,
হেঁসে, খেলে শিশুরা বাঁচুক, হোক ভবিষ্যৎ জীবনের উপযুক্ত।

2/08/2016

Comments