ছোটোবেলার হারিয়ে যাওয়া সেই বেহালাওয়ালা
কবির সুমনের গানের হারিয়ে যাওয়া সেই বেহালাওয়ালাকে আমরা খুঁজে পেলাম সিউড়ির রাস্তায়। একরাশ নস্টালজিয়া আর
ফেলে আসা ছেলেবেলার মেদুর স্মৃতিকে উসকে দিয়ে গেলো তার বেহালার মনকাড়া মেঠোসুর।
সুদূর ডায়মন্ড হারবার এলাকার উস্তি থানার সহিদুল তার পসরা সাজিয়ে সিউড়ির পথে পথে ঘুরে চলেছে। তার ঝুড়িতে সাজানো বেহালা, ডাবলি আর “চড়বড়ি গাড়ি”। বংশ পরম্পরায় এই সব খেলনা বানানোর সাথেই যুক্ত সহিদুলের পরিবার। আরও বেশ কিছু পরিবারও যুক্ত রয়েছে এই পেশায়।
কিন্তু বর্তমান প্রজন্মের শিশুরা যখন মোবাইল, কম্পিউটার গেমস্ আর কার্টুন চ্যানেলেই মশগুল,সেখানে এই সহিদুলরা আর কতদিন শৈশবের স্বপ্ন ফেরি করে যাবে, তার উত্তর লুকিয়ে সময়ের গর্ভে।।