Home » জেলার খবর » বেতন বৃদ্ধির দাবিতে পথ অবরোধ

বেতন বৃদ্ধির দাবিতে পথ অবরোধ

বেতন বৃদ্ধির দাবিতে পথ অবরোধ করলেন শ্রমিকেরা। রাজগ্রাম রাস্তা
আজ সকাল থেকে অবরোধ করে রেখেছে। এখনো (দুপুর ১ টা)পর্যন্ত চলছে অবরোধ।
চন্দন রাজ বংশী বলেন, আমাদের বেতন ৪০০ টাকা দিচ্ছিল গাড়ির মালিকরা। এখন বেশকিছু দিন থেকে আর সেটাও দেন না। আমরা পুলিশ,ডি এম,গাড়ির মালিক ইউনিয়ন সব জাগায় দরখাস্ত করে জানিয়েছি কিন্তু কোনো সুরাহা হয়নি। তাই আমরা সমস্ত শ্রমিকেরা অবরোধে সামিল হয়েছি।যতক্ষন না আমাদের সমস্যার সমাধান হবে ততক্ষণ আমরা অবরোধ চালিয়ে যাবো।
ক্রাশার মালিক সভাপতি আসগার আলী বলেন, ঝামেলা তো আমাদের ক্রাশার মালিকদের সঙ্গে না,লোকাল গাড়ির মালিকদের সঙ্গে ঝামেলা। শ্রমিকেরা অবরোধ করে খুবই অন্যায় করেছে।আগে বহিরাগত গাড়ি আসতো লোড করতে।সেই গাড়ি থেকে ওদেরকে টাকা তুলে দেওয়া হত। এখন বর্তমানে বাইরের গাড়ি আর আসেনা এখন লোকাল গাড়িদের কাছে টাকা বাড়াবার জন্য বলছে।আসগার বাবু আরো বলেন, আমি গেছিলাম শ্রমিকদের সাথে কথা বলতে। কিন্তু কোনো কথা শুনলো না।তারপর আমি গাড়ির মালিক সেক্রেটারী মমতাজ হোসেনর সঙ্গে কথা বলে ৫ দিনের মধ্যে একটা মিটিং ডাকার কথা বলি। তা না হলে ক্রাশার,খাদন,সব বন্ধ হয়ে যাবে।এই সব বন্ধ হয়ে গেলে কয়েক হাজার লোক কর্মহীন হয়ে পড়বে তার জন্য আমি শ্রমিকদের সাথে কথা বললাম কিন্তু কোনো কথা শুনলো না।ওদের বক্তব্য যতক্ষন না পর্যন্ত আমাদের দাবি পূরণ হবে ততক্ষন আমরা অবরোধ চলবে।
এইদিকে মোমতাজ বাবু বলেন আমাকে আসগার সাহেব বলেন শ্রমিকদেরকে ডেকে একটা মিটিং করতে। আমি পাঁচ দিনের মধ্যে একটা মিটিং ডেকে ওদের সাথে কথা বলবো। তারপর আমি আসগার সাহেবকে ওদের দাবি বলবো।
পথ অবরোধের জন্য প্রচুর গাড়ি আটকে পড়েছে।
ভিডিও রাইহান রেজা
তথ্য ভিক্টর

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments