ময়ূরেশ্বর : গ্রামের আরাধ্য দেবতা দেবী লক্ষী । তাই মা লক্ষীর গ্রাম বলেই খ্যাত বীরভুমের ময়ূরেশ্বরের ঘোষগ্রাম । বাঙ্গালির শ্রেস্ঠ উৎসব দুর্গা পুজো হলেও ঘোষগ্রামে মা লক্ষীর পুজো হলো শ্রেষ্ঠপুজো । প্রতিদিন গ্রামের মা লক্ষীর মন্দিরে নিত্যপুজো হয়ে থাকে । তাছাড়াও প্রতিবছর পৌষমাসের প্রত্যেক বৃহস্পতিবার মালক্ষীর বিশেষ পুজো অনুষ্ঠিত হয় । এইপুজো ঘিরে গ্রামে বসে মেলা । এই মেলার আকর্ষন কড়ির মেলা । বিভিন্ন রকমের কড়ি এই মেলায় বিক্রি হয়ে থাকে । কড়ি কিনতে। দুরদুরান্ত থেকে ঘোষগ্রামে আসেন বহু মানুষ । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসেন মা লক্ষীর পুজো দিতে । কথিত আছে মা লক্ষীর কৃপায় এক সময় এই গ্রামের জমিতে ধানের গাছে সরাসরি চাল ফলত । প্রাচীন কালে সাধক কামদেব এই গ্রামে মা লক্ষীর প্রথম পুজো শুরু করেন । এরপর মুর্শিদাবাদ জেলার কান্দীর রাজা কৃষ্ণচন্দ্র এই গ্রামে মা লক্ষীর মন্দির প্রতিষ্ঠা করেন । মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছেন নিমকাঠের নির্মিত মা লক্ষীর দারুমুর্তি ।
রামপুরহাট থেকে অক্ষয় ধীবর।
-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]