পুজোর মণ্ডপের বাঁশে চড়ে খেলা করার অপরাধে রামপুরহাটে ছয় শিশুকে চুল কেটে ন্যাড়া করে শাস্তি দেওয়ার ঘটনায় নিগৃহীত এক শিশুর বাড়িতে গিয়ে তদন্ত শুরু করলেন অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম এবং অল ইন্ডিয়া বার এ্যাসোসিয়েসন এর একটি প্রতিনিধি দল । আজ বিকেলে সংগঠনের সাধারন সম্পাদক জয়দীপ মুখোপাধ্যায় এর নেতৃত্বে আট জনের একটি প্রতিনিধিদল নিগৃহীত শিশুর বাড়িতে পৌঁছায় । এর পর তারা নিগৃহীত শিশু ও তার পরিবারের সঙ্গে কথা বলেন । শিশুটির বাবা প্রতিনিধি দলের সামনে কান্নায় ভেঙ্গে পড়েন । তিনি জানান ছেলেকে এইভাবে শাস্তি দেওয়ার ঘটনায় অভিযুক্তদের নামে থানায় অভিযোগ জানিয়েছেন । কিন্ত সেই অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে অভিযুক্ত ও তাদের পরিবারের লোকজনেরা । এই ঘটনায় পরিবারের পাশে থেকে সব রকম আশ্বাস দিয়েছেন প্রতিনিধি দলের সাধারন সম্পাদক জয়দীপ মুখোপাধ্যায় । তিনি জানান ঘটনাটি অত্যন্ত অমানবিক । এভাবে শিশুদের চুল কেটে ন্যাড়া করে শাস্তি দেওয়ার অধিকার কারো নেই । আমরা সংগঠনের পক্ষ থেকে দোষিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি । যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি ।
[uam_ad id=”3726″]