Home » কবিতা ও ছড়া » ***মন বাতাস**

***মন বাতাস**

***মন বাতাস**

প্রাণের বাতাস,

না থাকলে সর্বনাশ,

বাঁচার আশা শেষ,

চিমনির ধোঁয়া, গাড়ির ধোঁয়া,

সবার যত বাতাসের সঙ্গেই দ্বেষ।

সকালের স্নিগ্ধ বাতাস, শরীর ঠিক রাখে

প্রেমিকার কালো কেশ ,বাতাসে হৃদয় জুড়ে মাখে।

  কটূ কথার মন্দ  বাতাস,

 বদ হজমের দুস্টু বাতাস ,

  আছে নানা রকম,

হাঁসি, ঠাট্টা, ইয়ার্কিতে,

বাতাসের  জুড়ি মেলা কম।

বাতাসের বহুরূপ,

কখনো  গান গাওয়ানো

আবার সাইক্লোন, টাইফুন হয়ে,

হৃদয় কাঁপানো।

বাতাসে লুকিয়ে আছে সকলের প্রাণের চাবি,

বাতাস শুদ্ধ না থাকলে কী করে বাঁচবি?

বাতাসে বয়ে যাক আমার বাসনা,

জীবনে মিশে থাকুক  হাঁসি, কান্না।

কাবু মণ্ডল

15/06/2015

Comments