***মৌসুমি এসেছে***সুখ, দুঃখের খবর নিয়ে মৌসুমি বায়ু এসেছে
ঘটি ,বাঙালের সাধের ইলিশ, আবার জালে ফেঁসেছে।
এবার শুরু হবে বর্ষার বিরাট খেলা,
বৃষ্টির আনন্দে মাতবে শহর থেকে জেলা।
আবার জমবে রাস্তাঘাটে কাদাজল,
পথে বেরোতে ছাতা ও বর্ষাতিই সম্বল।
পাতে থাকবে খিচুড়ি আর মাছের ঝোল,
রেনিডে তে ইচ্ছা করে ভিজে স্কুল ছুটি,
মাঠে ভিজে ভিজে ফুটবলের শোরগোল।
মরা নদ, নদী ফিরে পাবে আঠারোর ভরা যৌবন,
লাল জলে মেতে থাকবে তাদের আগ্রাসী মন।
চাষা পাবে না সারাদিন খাওয়ার সময়,
লাঙ্গল দেওয়া, বীজ ফেলানো,আরও কত কিছু করতে হয়।
চাতক মনের সুখে নেবে পড়ন্ত জলের স্বাদ,
প্রেমিক,প্রেমিকারা সিক্ত মিলনের পাবে আহ্লাদ।
মৌসুমি তুমি এইভাবেই এসো আগামী যুগ যুগ ধরে,
তোমাকে ঘিরেই কাটে আমাদের জীবন বিষাদ ,উল্লাস ভরে।
কাবু মণ্ডল