মল্লারপুর থানার প্রচন্দপুর গ্রামে জমিতে বিষ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝামেলা।আহত দুইপক্ষের আটজন।তারা এখন মল্লারপুর স্বাস্থকেন্দ্রে চিকিৎসাধীন।
ঘটনার সূত্রপাত কাল জমির মালিক দানারুল শেখ বোরো ধান চাষ করার জন্য জমিতে বীজ চাষ করেছিল।সেই বীজে বিষ দিয়েছিল দানারুল শেখ।জমিতে বিষ দেওয়ার কারণে আলিম শেখের ১৬ টা মুরগি মারা যায়।গ্রামের মানুষজন বলে আজ ফায়সালা করে দেব।
আজ দুপুর ফের দুইপক্ষের মধ্যে বচসা শুরু হয়,তারপর হাতাহাতি।দুই পক্ষের ৮ জন আহত।মল্লারপুর স্বাস্থকেন্দ্রে চিকিৎসাধীন।
আলিম শেখের ছেলে চাঁদ শেখ বলে আমার বাবা আজ অঙ্গনওয়ারী কেন্দ্রে গিয়েছিল খিচুড়ি আনতে তখন দানারুলের পরিবার প্ৰচন্ড গালাগালি করে। আমার বাবা কিছু না বলে বাড়ি ফিরে আসে,ফের দুপুরে আবার গালাগালি করে ।তখন আমরা বাধা দিতে গেলে আমাদের উপর লাঠি ও লোহার রড দিয়ে চড়াও হয় দানারুল শেখ,ওয়াসিম শেখ।আমাদেরকে মেরে মাথা ফাটিয়ে দেয়।ওপর দিকে দানারুল শেখের ছেলে ওয়াসিম শেখ বলে ওরা(আলিমের পরিবার) আমাদেরকে গালাগালি করে ও আমাদের ওপর লাঠি দিয়ে চড়াও হয়।
এখনো পর্যন্ত থানায় লিখিত জমা পড়েনি।
ছবি ও তথ্যঃ ভিক্টর
-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]