আজ সকালে বর্ধমান-সাহেবগঞ্জ লুপ লাইনে মুরারই থানার মাকুয়া গ্রামের কাছে লাইন পার হতে গিয়ে একটি ট্রাক্টর বিকল হয়ে যায়। বেগতিক বুঝে পালিয়ে যায় চালক। সেই সময় আপ লাইন দিয়ে আসা একটি মালগাড়ি ট্রাক্টরটিতে ধাক্কা মারে। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। দুর্ঘটনাস্থানে যান রেলকর্মীরা। বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ছাড়ে মালদা-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। এরপর লেভেল ক্রসিং না থাকার প্রতিবাদে অবরোধ শুরু করেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, লেভেল ক্রসিং না থাকার ফলে এর আগেও দুর্ঘটনা ঘটেছিল। অন্যদিকে গ্রামবাসীরা এটাও বলেন যে রেল কর্তৃপক্ষ নাকি রেলগেট করতে তো চাইছেনই না, বরং এই যে রাস্তাটি রয়েছে এটিকেই ব্যবহার করতে বারন করছেন। কিন্তু গ্রামবাসীরা বলেন এই রাস্তা বন্ধ হয়ে গেলে ৩৫-৩৬ টি গ্রামের মানুষ অসুবিধায় পড়বেন। অবরোধের জেরে ফের ডাউন লাইনেও ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
আপ লাইনে চলছে ট্রাক্টরটিকে সরানোর কাজ চলছে। দুর্ঘটনার জেরে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে।
ভিডিও রাইহান রেজা ও ভিক্টর
-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]