Home » জেলার খবর » সিউড়িতে সংখ্যালঘু দফতরে সেমিনার

সিউড়িতে সংখ্যালঘু দফতরে সেমিনার

২১ জুনঃ- ২০১৭-১৮ শিক্ষা বর্সে সংখ্যালঘু ছাত্রদের প্রি ম্যাট্রিক, পোষ্ট ম্যাট্রিক, উচ্চ শিক্ষা এবং শিক্ষা লোনের জন্য উচ্চ পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হল। বুধবার বীরভুমের সিউড়িতে সংখ্যালঘু দফতরে এই সেমিনারের আয়োজন হয়। সেমিনার টি আয়োজন করেন মাদ্রাসা শিক্ষা দফতর ও জেলা সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম। উপস্থিত ছিলেন জেলা সংখ্যালঘু আধিকারিক ফৈয়াজ আহমেদ, অতিরিক্ত জেলা শাসক(উন্নয়ন) রঞ্জন কুমার ঝাঁ, জেলা সংখ্যা লঘু দফতরের শিক্ষা আধিকারিক মুহামদ আলি ইমরান ও মুহাম্মদ তারিক উদ্দীন, জেলার সমস্ত ব্লকের সংখ্যালঘু দফতরের আধিকারিক, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা দফতরের আধিকারিকেরা। শিক্ষা আধিকারিক মুহামদ আলি ইমরান বলেন, এই শিক্ষা বর্ষের জন্য কেন্দ্র সরকারে যে বৃত্তি আছে তার কিছু নিয়ম পরিবর্তন হয়েছে সেই নিয়ে যাতে ছাত্র ছাত্রীরা সমস্যায় না পরে তার জন্য এই সেমি নারের আয়োজন। অন লাইনে ফর্ম ফিলাপ চলছে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কে এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে।ছবি ও তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]

Comments