মারগ্রাম : বীরভূমের মারগ্রামের শ্যামল দাস, বাবা গোপীনাথ দাস, পেশায় তাঁত ব্যবসায়ী। মা , নিপাট গৃহবধূ প্রভাতী দাস। ২০১৩ সালে বিজ্ঞান প্রতিযোগিতায় শ্যামল জলের ট্যাঙ্ক বানিয়ে সর্বভারতীয় স্তরে প্রথম স্থান দখল করেছিল, এবার সেই ট্যাঙ্ক নিয়ে সে পাড়ি দিচ্ছে জাপান।
কি এমন নতুনত্ব আছে এই ট্যাঙ্কে ?
হ্যাঁ, নতুনত্ব সেখানেই, সিমেন্টের তৈরি জলের ট্যাঙ্ক যাতে গরমে জল থাকবে ঠান্ডা আর শীতে থাকবে গরম। কিন্তু কি ভাবে ? ট্যাঙ্কে দুটি স্তর থাকবে, মাঝে থাকবে বালি, ঢাকনা হবে কাঠের , জল ভরার সময় উপচে পড়া জল যাবে বালির মধ্যে , ফলে তাপ ভিতরে যাবে না, জল থাকবে ঠান্ডা। শীতে পিভিসি পাইপের বদলে থাকবে কপারের পাইপ, ট্যাঙ্কের ঢাকনা হবে কাঁচের, ফলে শীতে জল থাকবে স্বাভাবিক গরম।
তথ্য সহায়তায় Eenadu India.