Home » কবিতা ও ছড়া » নগ্ন সমাজ

নগ্ন সমাজ

এখন আর আসে না মুখে কথা,
প্রতিবাদী হয়ে পালন করি শুধুই নীরবতা,
সব যেন গা সওয়া হয়ে যাচ্ছে বেশ,
শনি, রবি মাংস ভাত জম্পেশ।
সবই যেন ঠিক করে দেবে তুমি ,সে বা কেউ
শুধুই দেখি মোমবাতি মিছিলের ঢেউ,
দেখি নানা খবরের চ্যানেল বারবার,
প্রতিবাদ মিছিলে শহরময় জনজোয়ার।

প্রতিদিনই তো কত শত ধর্ষণ, বধূ হত্যা গলায় দড়ি,
তাই বলে আমরা কী শুধুই ধর্নায় বসে পড়ি,
গন্ডারকেও হার মানিয়েছে আমরা,
এখন অনেক পুরু আমাদের চামড়া।

রাতে ছেলেদের রোজ গল্প বলি ,
রূপকথার রাজপুত্র, পরীরা আসে বিছানার পাশে,
রাস্তায় শুনতে পায় লাঞ্চিতার আর্তনাদ,
তাতে আমার কী যায় ,আসে?

এই তো আমরা আধুনিক হচ্ছি বেশ,
বিবেক ,চেতনা, মানবিকতা হচ্ছে নিরুদ্দেশ।
চারপাশের বীভৎসতা যেন উপভোগ্য বেশ,
দিনে দশবার আঁচড়ে নিচ্ছি আপন কেশ।

নেই নোংরা পরিষ্কারের জন্য ঝাঁটা,
সমাজে তাই রক্তপাত করছে নানা কাঁটা,
দিনের শেষে বউকে নিয়ে ঘুম দিচ্ছি
অফিসে গিয়ে পরচা বার করতে ,ঘুষ নিচ্ছি।

রাগ হলে ‘শালা’ হয়ে যায় সরকার,
সবকিছুই সে করবে, যা করা দরকার
ভাতঘুমে কাটবে দুপুর বেলা,
বিকালে দেখতে হবে ডার্বি খেলা।

এইভাবেই কেটে যাবে ,বিবর্তনের সমাজ
আমিও এই সমাজের এক মানুষ,
ভুলে গেছি নিজের প্রকৃত কাজ।

কাবু মণ্ডল

Comments