Home » অন্যান্য » জাতীয় সড়কে দুর্ঘটনা, ফোন করুন টোল ফ্রি নম্বরে

জাতীয় সড়কে দুর্ঘটনা, ফোন করুন টোল ফ্রি নম্বরে

জাতীয় সড়কে যেকোন দুর্ঘটনার খবর জানাতে দেশজুড়ে অভিন্ন টোল ফ্রি নম্বর চালু করছে কেন্দ্রীয় সরকার। আগামী মাসের প্রথম সপ্তাহে নম্বরটি চালু হবে। শুধু দুর্ঘটনা নয়, এই নম্বরে ফোন করে জাতীয় সড়কের বেহাল দশা নিয়েও অভিযোগ জানানো যাবে। নম্বরটি হল ১০৩৩।
এই প্রকল্পের সমস্ত কাজ প্রায় শেষ হয়ে গেছে। দুর্ঘটনায় আহতদের দ্রুত সাহায্য করার জন্য নম্বরটি চালু করা হচ্ছে। এই নম্বরে ফোন করে দুর্ঘটনার খবর জানালে আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে। এজন্য অ্যাম্বুলেন্স পরিষেবা পেতে বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। NHAI সূত্রে খবর।
সূত্র মারফৎ জানা গেছে, NHAI-এর ভর্তুকিপ্রাপ্ত সংস্থা ইন্ডিয়ান হাইওয়েজ ম্যানেজমেন্ট কম্পানি লিমিটেড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (GIS) – এর মাধ্যমে দেশ জুড়ে জাতীয় সড়কের ম্যাপ তৈরি করেছে। কেউ দুর্ঘটনার খবর জানিয়ে টোল ফ্রি নম্বরে ফোল করলে কল সেন্টার ম্যানেজমেন্ট GIS-এর ম্যাপের মাধ্যমে সেই ব্যক্তির লোকেশন ডিটেক্ট করবে এবং তাঁর সঙ্গে স্থানীয় ভাষায় কথা বলে দুর্ঘটনা সংক্রান্ত তথ্য জেনে নিয়ে সেখানে অ্যাম্বুলেন্স পাঠাবে।
সূত্র : এনাডু বাংলা

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments