Home » কবিতা ও ছড়া » নিম্নচাপের চাপে

নিম্নচাপের চাপে

—–কাবু মণ্ডল
দিন সাত খটখটে রোদ, আর ভ্যাপসা গরম,
বঙ্গোপসাগর উপকূলে নিম্নচাপের সম্ভাবনা চরম।

তোমার আবার অনেক কীর্তি, দেখাও বেজায় দাপট,
গগনপথে সৃষ্টি করো ,কালো মেঘের জট।

ঝিরি ঝিরি, ঝপ ঝপ,কিংবা শন শন
তোমার চাপে বৃষ্টি নামে যখন তখন।

দিন রাতের অঝোর ধারায়, জলপূর্ন পুকুর, মাঠ
রাস্তাঘাটে জল থৈ থৈ, বন্ধ বাজার হাট।

“রেনিডে “তে মেতে ওঠে স্কুল, কলেজ, আর সরকারি অফিস,
বাড়িতে বাড়িতে তেলেভাজা মুড়ি,
খিচুড়ি আর ইলিশ।

আকাশের পর্দায় কতো না ফুটো করো তুমি ভাই,
সূর্যি মামা ,পরে বর্ষাতি জামা পালিয়ে পালিয়ে বেড়ায়।

এক দু দিনের ঝোড়ো ইনিংসে ,নদীতে দুকূল বান,
বর্ষাকালে তোমার উপস্থিতি দুর্যোগের প্রমান।

Comments