নেতাজির মূর্তিতে আলকাতরা দেওয়া ও নাক ভেঙে দেওয়ার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করল খয়রাশোল থানার পুলিশ। ধৃতদের নাম ময়দা বাউরি ও বিনোদ দাস। আজ ধৃতদের দুবরজাপুর আদালতে তোলা হলে বিচারক সায়নী মুখোপাধ্যায় দু’দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।
প্রসঙ্গত, এবছর ওই পঞ্চায়েতের পক্ষ থেকে ১ লাখ ৩৬ হাজার টাকা ব্যয় করে অফিসের সামনে নেতাজির আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করা হয়। ঠিক ছিল গতকাল সকালে প্রশাসনের উপস্থিতিতে মূর্তি উন্মোচন করা হবে। কিন্তু তার আগেই দুষ্কৃতীরা রাতের অন্ধকারে নেতাজির মাথায় আলকাতরা ঢেলে দেয়। ভেঙে ফেলা হয়েছে মূর্তির নাক।
গতকাল সকালে ঘটনাটি প্রথমে নজরে আসে পঞ্চায়েতের এক গ্রুপ D কর্মী দীনবন্ধু দাসের। তিনি খবর দেন পঞ্চায়েত প্রধানকে। খবর পেয়ে পঞ্চায়েতের সামনে জড়ো হন এলাকার মানুষ, পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সদস্যরা। খবর পেয়ে খয়রাশোল থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে তদন্ত শুরু করেন।
ঘটনায় অভিযোগ দায়ের করেন পঞ্চায়েত প্রধান। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঁচড়া গ্রাম থেকে ময়দা বাউরি ও বিনোদ দাস নামে দু’জনকে গ্রেপ্তার করে। বিনোদ বহুজন মুক্তি দলের সদস্য। তবে ময়দা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় বলে জানা গেছে। দু’জনেই দাবি করে তারা নেতাজির মূর্তিকে অবমাননা করেনি। ধৃতদের বিরুদ্ধে ১৫৩-এ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ছবি ও তথ্যঃ সুদীপ্ত গঁড়াই
এই সংক্রান্ত আরো খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে
[uam_ad id=”3726″]