Home » জেলার খবর » নিত্যানন্দ মহাপ্রভুর জন্ম উৎসব পালন

নিত্যানন্দ মহাপ্রভুর জন্ম উৎসব পালন

মহঃবাজারের রায়পুরে আজ পালিত হলো নিত্যানন্দ মহাপ্রভুর জন্ম দিবস। মহাপ্রভুর এই আবির্ভাব দিবস উপলক্ষে সকাল থেকেই হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। সারাদিন ধরে চলে এই নাম গান। দুপুরে বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের খিচুড়ি ভোগের আয়োজনের মাধ্যমে হয় মধ্যাহ্ন ভোজন। গ্রামের প্রায় সকলেই উৎসবে অংশগ্রহণ করেন গভীর আগ্রহে। বছরের পর বছর ধরে রায়পুরে নিত্যানন্দ মহাপ্রভুর জন্ম দিবস এভাবেই পালিত হয়ে আসছে।
মন্দিরের সেবাইত জয়দেব ব্যানার্জী বলেন, বহু বছরের এই উৎসব, ভোর থেকে শুরু রাত্রি পর্যন্ত চলে এই অনুষ্ঠান। হাজার দুয়েক মানুষের সমাগম হয়ে থাকে প্রতি বছর।

ভিডিও ও তথ্য পাপাই বাগদি

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments