বহুল পরিচিত নীলনির্জন ড্যাম প্রতিবছরের বর্ষার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত। কয়েক বছর ধরেই মাটির ধস বেশ আশঙ্কার কারন হয়ে দাঁড়িয়েছে। এই জলাধারে বক্রেশ্বর নদীর জল জমা থাকে। সাধারণত বর্ষাকালেই ফুলে ফেঁপে ওঠে এই নদী। ড্যাম বা জলাধারের আশেপাশে রয়েছে প্রায় ২০-২৫ টি গ্রাম। সেকারনেই বাঁধের ধস বেশ আশঙ্কার কারন।
যেকোনো রকম দুর্ঘটনার হাত থেকে এই সকল গ্রামগুলিকে রক্ষা করতে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে শুরু করা হয়েছে বাঁধ মেরামতির কাজ। বড় বড় গাছের গুঁড়ি দিয়ে সেই কাজ চলছে। এছাড়াও মাটি ও পাথর বসিয়ে মেরামতির কাজ চলছে।
ভিডিও ও তথ্যঃ মহঃ আজহারউদ্দিন (সাহেব)
[uam_ad id=”3726″]