রক্তদান শিবির, দুঃস্থদের কম্বল বিতরন, র্যালি,সভা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বীরভূম জেলায় পালিত হল নবি দিবস।। জেলার মূল অনুষ্ঠানটি হল মহম্মদ বাজারে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, বিশ্বভারতীর ইতিহাস ও দর্শন বিভাগের প্রধান সিরাজুল ইসলাম, সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক রবিউল ইসলাম, ভারত সেবাশ্রম সংঘের স্বামী সুভানন্দ নন্দ মহারাজ, সরকারী আইনজীবী রঞ্জিত গঙ্গোপাধ্যায় সহ এলাকার বিশিষ্ট জনেরা।
শনিবার নবি দিবস উপলক্ষে মহম্মদ বাজার সোহা অনুষ্ঠান ভবনে রক্তদান শিবির আয়োজন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলে মন্ত্রী আশিস বন্দোপাধ্যায়। এদিনের শিবিরে ১০১ জন রক্তদান করেন। পাশাপাশি এদিন দুপুরে মহম্মদ বাজার কালিতলা মাঠে মূল সভাটি অনুষ্ঠিত হয়। বিশ্ব নবি মানবতা বোধ এবং আজকের সমাজ বিষয় নিয়ে সভাতে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন উপস্থিত বুদ্ধিজীবি ব্যাক্তিবর্গ। অন্যতম প্রধান বক্তা অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, নবির বাণী নিয়ে সভাতে আলোচনা করা হয়েছে। বিভিন্ন গ্রন্থে মহামানব নবিকে নিয়ে যে যে আলোচয়া হয়েছে তা নিয়ে আলোকপাত করা হয়েছে পাশাপাশি নবি যে শুধু মাত্র একটি ধর্মের মানুষর জন্য নয় সকল মানুষের জন্য কাজ করেছেন সেটাও তুলে ধরা হয়েছে এদিনের সভাতে। উদ্যোক্তা ও জেলার বিশিষ্ট শিল্প পতি কমল খান বলেন, সমাজে ভাতৃত্ব ও সোহার্দ বোধ বজায় রাখতে আমরা এদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নবি দিবস পালন করেছি। এলাকার প্রায় ৭৫০ জন দুঃস্থকে শীত বস্ত্র দেওয়া হয়েছে।
অন্যদিকে দুব রাজপুর শহরে, রাজনগরে, সিউড়ি শহরে, নলহাটিতে, মারগ্রাম সহ জেলার বিভিন্ন স্থানে মর্যাদা সহকারে নবি দিবস পালন করা হয়েছে।
পাশাপাশি এই দিবস উপলক্ষে রক্তদান শিবির করলেন মল্লারপুর থানার গচিগড়িয়া গ্রামে।
আজ বিশ্বনবী ১২ রবিউল আওয়াল ফাতেহা দোয়াজ দাহাম উপলক্ষে রক্তদান করলেন প্রায় ৬০ থেকে ৭০ জন পুরুষ ও মহিলা।
প্রথমে প্রচন্দরপুর থেকে একটা শোভাযাত্ৰা বের হয়,শেষ হয় মল্লারপুর থানার কাছে গচিগড়িয়া গ্রামে।তারপর শুরু হয় রক্তদান শিবির ।এই শোভাযাত্ৰার জন্য পুলিশই ব্যাবস্থা ছিল খুব আঁটোসাঁটো।
ভিডিও সহায়তায় :- পাপাই বাগদি
তথ্যঃ কৌশিক সালুই(জেলা), ভিক্টর(মল্লারপুর)
[uam_ad id=”3726″]