বীরভূমের মাননীয় জেলাশাসক মহাশয়ের উদ্যোগে আয়োজিত Wall of Help কর্মসূচিতে সংগৃহিত বিপুল ত্রাণ সামগ্রী গরিব মানুষদের মধ্যে বন্টনের যে ধারাবাহিক কর্মসূচি “বীরভূম-লাল মাটির দেশ” গ্রহণ করেছে, তার সাম্প্রতিকতম পর্বটি অনুষ্ঠিত হল বীরভূমের ভুতুরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নরসিংহপুর গ্রামে।
চারিদিক ময়ূরাক্ষী নদী দিয়ে ঘেরা দ্বীপের মত ছোট্ট আদিবাসী অধ্যুষিত গ্রাম নরসিংহপুর। জেলার সদর শহর সিউড়ি থেকে মাত্র ৬ কিমি দূরে হলেও এই আপাত বিচ্ছিন্নতা ও দুর্বল যোগাযোগ ব্যবস্থা এই গ্রামের মানুষদের জীবন ও জীবিকার লড়াইকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। আজ (১৮/০৬/২০১৭) এই নরসিংহপুরই গন্তব্য ছিল আমাদের। গ্রামের ৪২ টি পরিবারের প্রত্যেকটি সদস্যের হাতে তুলে দেওয়া হল জামাকাপড়, নতুন মশারি, শিশুদের হাতে দেওয়া হল খাতা পেন, জলের বোতল, গ্রামের ১০ জন যুবকদের হাতে দেওয়া হল ৩ টি ফুটবল ও খেলার জার্সি। স্বাস্থ্য শিবির ও ওষুধ বিতরণ করা হয়। সেই সঙ্গে সকালের জল খাবার ও দুপুরের সবাই মিলে পংক্তি ভোজনের ব্যবস্থা ছিল। উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক শ্রী পি . মোহন গান্ধী, জেলা আরক্ষাধ্যক্ষ শ্রী এন. সুধীর কুমার,অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন শ্রী রঞ্জন ঝাঁ, সিউড়ি সদর মহকুমা শাসক কৌশিক সিনহা, ডি.এস.পি. (ডি.এন.টি.) শ্রী আনন্দ সরকার , বিডিও মহঃবাজার শ্রী তারাশঙ্কর ঘোষ, আই. সি. মহঃবাজার শ্রী পিযুষকান্তি লায়েক ও রামকৃষ্ণ আশ্রমের প্রধান সেবক স্বামী প্রনবানন্দজি মহারাজ।
নরসিংহপুর ক্যাম্পের কর্মসূচি ছিল –
১ . ৪২ টা পরিবারকে (১৪২ জন মানুষকে ) ওয়াল অফ হেল্প থেকে সংগৃহীত বস্ত্র প্রদান ।
২. স্কুল ছাত্র ছাত্রীদের খাতা ও পেন বিতরণ ।
৩. গ্রামবাসীদের জন্য মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ ।
৪. গ্রামের সকল পরিবারকে পরিবার পিছু একটি করে মশারি প্রদান ।
৫. গ্রামের ছেলেদের খেলার জার্সি ও ফুটবল প্রদান ।
৬. গ্রামবাসীদের খাওয়ার ব্যবস্থা ।
বিস্তারিত – wall of Help