নলহাটি : ঘটনা নলহাটির ১ নং ব্লকের। রাস্তা সম্প্রসারণের জন্য প্রশাসনিক নির্দেশে গাছ কাটার কাজ শুরু হয়। তারপরেই বাধা আসে সমবেত গ্রামবাসীদের পক্ষ থেকে, তাদের আগে সমপরিমাণ গাছ লাগাতে হবে, তবেই গাছ কাটতে দেওয়া হবে।
নলহাটি ১ নং ব্লকের বানিওর থেকে সুলতানপুর পর্যন্ত বাইপাস রাস্তা হওয়ার কথা, এছাড়াও রাস্তা সম্প্রসারণের জন্য রাস্তার দুধারের গাছ কাটতে প্রশাসনিক নির্দেশ আসে, কিন্তু বিকল্প গাছ লাগানো চিন্তা ভাবনা বা কোনো রকম গাছ লাগানোর কথা প্রশাসনিক দিক থেকে জানানো হয়নি।
দিন দিন গাছের সংখ্যা কমে যাওয়ার ফলে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা বড়ই মুশকিল হয়ে পড়েছে, বেশিরভাগ মানুষই অতি সহজেই গাছ কাটার কথা ভেবে নিলেও গাছ লাগানোর কথা ভাবতে তাদের খুবই কষ্ট হয়। যার ফলস্বরূপ এই ভাবে কমে যাওয়া গাছের সংখ্যা, বাড়ছে প্রকৃতির খাম খেয়ালিপনা। আর এই রকম পরিস্থিতিতে নলহাটির গাছ কাটতে বাঁধা দেওয়ার মত ঘটনা সত্যিই প্রশংসানীয়। তাদের দাবিও খুবই সাধারণ – আগে সমপরিমাণ গাছ লাগান, তারপর গাছ কাটবেন।