Home » অন্যান্য » এখন কেন নতুন দুচাকা গাড়িতে হেড ল্যাম্প জ্বলে থাকছে?

এখন কেন নতুন দুচাকা গাড়িতে হেড ল্যাম্প জ্বলে থাকছে?

সংখ্যার বিচারে পথ দুর্ঘটনায় সমগ্র বিশ্বের রেকর্ড করেছে ভারত৷ হিসাব বলছে, চলতি বছরে দু’চাকার গাড়িতে প্রতি এক ঘণ্টায় পথ দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে৷ ২০১৫ সালে ভারতে দু’চাকার গাড়িতে পথ দুর্ঘটনার সংখ্যা ৫,০১,৪২৩৷ মৃতের সংখ্যা ১,৪৬,১৩৩৷ দু’চাকার গাড়ির পথ দুর্ঘটনা সমগ্র বিশ্বে যে পরিমাণ হয়, তার ২৮.৮ শতাংশ হয়ে থাকে ভারতে৷ সমগ্র বিশ্বে যা রেকর্ড৷
আর এই রেকর্ডই মাথা ঘুড়িয়ে দিয়েছে কেন্দ্রের৷ দু’চাকার গাড়ির হেডলাইট সকাল বেলাতেও জ্বালিয়ে রাখতে হবে৷ আগামী এপ্রিল মাস থেকেই এমন নির্দেশ বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্র৷ এবার থেকে প্রতিটি দু’চাকার গাড়িতে ‘অটোমেটিক হেড ল্যাম্প অন’ যুক্ত করার নিয়ম শুরু করছে কেন্দ্র৷ ফলে সকাল বেলাতেও জ্বালবে দু’চাকার হেডলাইট৷ জানা গিয়েছে যে, গাড়ি চলতে শুরু করলেই নিজের থেকে জ্বলে যাবে এই লাইট৷ এই লাইট শুরু করলে পথ দুর্ঘটনা অপেক্ষাকৃত কমবে বলেই মনে করা হচ্ছে৷
তথ্যঃ – সংগৃহিত (কলকাতা24×7)

Comments