চুরুলিয়ায় জন্ম তোমার ,
হে বীর ভারতমাতার সন্তান
জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি জানাই,
হে ,কাজী নজরুল ইসলাম।
দুখু মিঞা নামে তুমি ছিলে পরিচিত,
চরম দারিদ্র্যে শৈশব ,
করেছিলে অতিবাহিত।
লেখনী দিয়ে জাগিয়েছিলে ,
বিদ্রোহের আগুন,
ঝলসাতে লেগেছিল ব্রিটিশ শক্তি,
কলকাতা থেকে রেঙ্গুন।
হাসিমুখে কারাবরণ করেছ বহুবার
সহ্য করেছ রাজশক্তির,
অসহ্য অত্যাচার।
বিষের বাঁশী, যুগবীনা, প্রলয় শিখা,
তোমার অমর সৃস্টি
ধর্মের নামে মোল্লা, ব্রাহ্মণদের খেলায়,
ছিল তোমার সজাগ দৃষ্টি।
তুমি নির্ভীক, তুমি সৈনিক,
তুমি বিদ্রোহের হোতা,
জয় করেছে প্রত্যেকের মন,
তোমার সৃষ্ট প্রতিটি পাতা।।
বিষ্ণু মণ্ডল