Home » কবিতা ও ছড়া » অতঃপর

অতঃপর

বাপ্পাদিত্য পাল

আমার হাতে ক্ষমতা ছিল,আর ছিল কিছু শখ
আমি একটা টিয়া পুষেছিলাম
তাকে শুধু খিস্তি শেখাতাম,সে শিখত
কখনো সে অভিযোগ করেনি
বলেনি “আমি সঙ্গীত শিখতে চাই” ।
আলাদা কিছুই হয়নি টিয়া থেকে

আমি একটা কুকুর পুষেছিলাম
শিকল দিয়ে বেধে রাখতাম,
মাঝে মাঝে এঁটো খাবার ছুঁড়ে দিতাম
সে মেনে নিয়েছিলো, একদিন ও আপত্তি সুচক ঘেউ ঘেউ করেনি
আলাদা কিছুই হয়নি কুকুর থেকে

আমি অনেক মুরগি পুষেছিলাম
মাঝে মাঝেই একটা করে মুরগি কাটতাম
বাকিদের সামনেই ছুরি দিয়ে গলা নামাতাম, ছাল ছাড়াতাম
বাকি মুরগিগুলো কখনো চ্যাচাইনি সেসব দেখে
আলাদা কিছুই হয়নি মুরগি থেকে

আমি বাঘ পুষেছিলাম
খাঁচা বন্দি থাকত, পাশে রাখতাম বৈদ্যুতিক চাবুক
রোজ আগে দু ঘা মেরে তারপর ডালভাত দিতাম
তাই খেত সে, হালুম করেনি কখন…বলেনি কখনো
“মাংস আমার বেসিক ডিমান্ড”
আলাদা কিছুই হইনি বাঘ থেকে

এরপর অনেক খরচা করে কিছু মানুষ পুষেছিলাম
টিয়া, মুরগি, বাঘ এসবের সাথে যা করতাম
মানুষের সাথেও সেসব করা শুরু করলাম
প্রথম প্রথম ঠিক এ ছিল
তারপর একদিন আলাদা কিছু হল
এরা ‘বিদ্রোহ’ বলে কিছু একটা করলো
শানিত কিছু হাত, সোজা কিছু শিরদাঁড়া আর রক্তের নিশান নিয়ে
এগিয়ে আসতে থাকল আমার দিকে
অতঃপর…

Comments