Home»Covid Relief»করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর তহবিল তৈরিতে যুক্ত করলাম আমাদের হাত
করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর তহবিল তৈরিতে যুক্ত করলাম আমাদের হাত
Admin 13, April 2020Covid ReliefComments Off on করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর তহবিল তৈরিতে যুক্ত করলাম আমাদের হাত1,651 Views
করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর যে তহবিল তৈরি করেছেন, সেখানে যুক্ত করলাম আমাদের হাত। বীরভূম লাল মাটির দেশের পক্ষ থেকে তুলে দেওয়া হলো ১০০০০ টাকার চেক ।
মুখ্যমন্ত্রীর তহবিলে দেওয়া ১০০০০ টাকার চেক ।
আমাদের অনুরোধ এত বড় বিপর্যয়ে সবাই সাধ্য মতো সরকারের সঙ্গে হাত যুক্ত করুন